‘ড. ইউনূস-টিউলিপের সাক্ষাৎ হবে চব্বিশের গণঅভ্যুত্থানের সঙ্গে চরম প্রতারণা’

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের যদি সাক্ষাৎ হয়, তবে তা ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের সঙ্গে চরম প্রতারণা হবে।

সোমবার (৯ জুন) বিকেলে নোয়াখালীর হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নে মেঘনা নদীর ভাঙনে গৃহহারা মানুষদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। স্থানীয় পর্যটন কেন্দ্র কমলার দিঘীর পাড়ে এ সভা অনুষ্ঠিত হয়।

শেখ মুজিব বনাম মাহাথির প্রসঙ্গ

হান্নান মাসউদ বলেন, “১৯৭১ সালের পর স্বাধীন হওয়া মালয়েশিয়া পেয়েছে মাহাথির মোহাম্মদের মতো দুর্নীতিমুক্ত ও দেশপ্রেমিক নেতা। আর আমরা পেয়েছি শেখ মুজিবকে, যার শাসনামলে দেশে দুর্ভিক্ষ হয়েছিল।”

তিনি আরও বলেন, “দেশ স্বাধীন হওয়ার পর বহু শাসক এলেও কেবল মেজর জিয়াউর রহমানই ছিলেন প্রকৃত পরিবর্তনের স্বপ্নদ্রষ্টা। ভারতের আগ্রাসী মনোভাব তাকে টিকতে দেয়নি।”

শেখ হাসিনার পতনের তাৎপর্য

আওয়ামী লীগের পতনের মাধ্যমে দেশের মাটিতে ভারতের আধিপত্যের অবসান ঘটবে বলেও মন্তব্য করেন হান্নান মাসউদ। তার ভাষায়, “শেখ হাসিনার পতন শুধু একটি সরকারের পতন নয়, বরং এটি ভারতের দখলদার মনোভাবের অবসানের সূচনা করবে।”

নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি

২০২৪ সালের আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তারা শুধু একটি ভোটের অধিকারের জন্য নয়, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লড়েছেন বলে দাবি করেন হান্নান। তিনি বলেন, “ড. ইউনূস নির্বাচনের রোডম্যাপ দিয়েছেন, কিন্তু নির্বাচন হতে হলে আগে অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের গ্রেপ্তার নিশ্চিত করতে হবে। তাহলেই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে।”

হাতিয়ার প্রতি অঙ্গীকার

নিজ জন্মস্থান হাতিয়ার প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের কথা জানিয়ে তিনি বলেন, “জাতীয় রাজনীতিতে কাজ করলেও আমি হাতিয়া নিয়ে ভাবি, কারণ এখানকার মানুষ দীর্ঘদিন সন্ত্রাস ও অবহেলার শিকার। আমি হাতিয়াকে বসবাসযোগ্য একটি এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।”

সভায় সভাপতিত্ব করেন হাতিয়া কলেজের সাবেক শিক্ষক মফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক নেতা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

Post a Comment

নবীনতর পূর্বতন