এবার করোনা আক্রান্ত নেইমার

বর্ণাঢ্য ক্যারিয়ার ধীরে ধীরে ব্যর্থতায় ঢাকা পড়ছে ব্রাজিলিয়ান তারকা নেইমারের। ইনজুরি, নিষেধাজ্ঞা আর ফর্মহীনতার মধ্যে এবার নতুন করে যুক্ত হলো করোনা ভাইরাস। বিশ্বব্যাপী আবারও কোভিড-১৯ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে নেইমার আক্রান্ত হয়েছেন প্রাণঘাতী এ ভাইরাসে। বিষয়টি নিশ্চিত করেছে তার বর্তমান ক্লাব সান্তোস।

সান্তোস ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, গত বৃহস্পতিবার (৫ জুন) নেইমারের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর থেকে ক্লাবের চিকিৎসা দলের পরামর্শে তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন এবং সেখানেই চিকিৎসা নিচ্ছেন। ক্লাবের পক্ষ থেকে আরও জানানো হয়, ভাইরাল উপসর্গ দেখা দেওয়ার পরই তার করোনা পরীক্ষা করা হয়।

করোনায় আক্রান্ত হওয়ায় আরও একবার মাঠের বাইরে ছিটকে গেলেন নেইমার। এর আগে ২০২১ সালের মে মাসে পিএসজিতে খেলার সময় প্রথমবার কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। তখন চার মাস বিশ্রাম ও চিকিৎসার পর পুনরায় অনুশীলনে ফিরেছিলেন তিনি।

এদিকে নেইমারের বর্তমান সময়টা এমনিতেই খুব একটা ভালো যাচ্ছে না। সান্তোসের হয়ে এখন পর্যন্ত মাত্র ১২টি ম্যাচ খেলেছেন তিনি। ইনজুরি ও ফিটনেস জটিলতায় নিয়মিত মাঠে নামতে পারেননি। এরমধ্যেই কিছুদিন আগে বোটাফোগোর বিপক্ষে ম্যাচে হাত দিয়ে গোলের চেষ্টা করে লাল কার্ড দেখেন তিনি। এমন বিতর্কিত আচরণে আবারও সমালোচনার মুখে পড়েন নেইমার।

সব মিলিয়ে চোট, নিষেধাজ্ঞা, দুর্বল পারফরম্যান্স এবং করোনায় আক্রান্ত হওয়ায় এক কঠিন সময় পার করছেন নেইমার। তার সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে এবং ভবিষ্যৎ নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

এই অবস্থায় আবারও মাঠে ফেরার লড়াইয়ে নামতে হচ্ছে এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে।

Post a Comment

নবীনতর পূর্বতন