অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের পদত্যাগ ভাবনা ঘিরে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি ড. ইউনুসের উপদেষ্টা প্যানেল ও সাম্প্রতিক নিয়োগ নিয়ে তীব্র সমালোচনা করেন।
সেখানে ইলিয়াস হোসেন লিখেছেন, “স্যার, শুনছি আপনি পদত্যাগ করার কথা ভাবছেন। আপনি পদত্যাগ করলে আপনার উপদেষ্টাদের দিয়ে একটা বৃদ্ধাশ্রম খোলার চিন্তা করছি।” এ মন্তব্যের মাধ্যমে তিনি উপদেষ্টাদের বয়স ও সক্ষমতা নিয়ে কটাক্ষ করেন।
তিনি আরও বলেন, “এইসব বয়সপূর্ত, ক্লান্ত লোকজনকে দিয়ে কীভাবে একটি বিপ্লবী সরকার গঠন করা সম্ভব?” উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া ব্যক্তিদের উপযোগিতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
উপদেষ্টাদের মধ্যে একমাত্র তরুণ নাহিদের প্রসঙ্গ টেনে ইলিয়াস অভিযোগ করেন, “সবচেয়ে যোগ্য এবং তরুণ সদস্য ছিল নাহিদ, তাকেও কৌশলে সরিয়ে দেওয়া হয়েছে।” এ ছাড়া সদ্য নিয়োগপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনারকে তিনি ‘মেয়াদোত্তীর্ণ ধোঁকাবাজ’ আখ্যা দেন।
ইলিয়াস হোসেন দুঃখ প্রকাশ করে বলেন, “স্যার, আপনার এনজিও কোটায় যারা উপদেষ্টা হয়েছেন, তাদের কেউই কার্যকর নন।” তিনি নিজের পছন্দের একজন হিসেবে হাসনাতকে স্বরাষ্ট্র উপদেষ্টা করার প্রস্তাব দেন এবং মন্তব্য করেন, “যদি তরুণদের দিয়ে দায়িত্ব দেওয়া হতো, তাহলে হয়তো নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন হতো। কিন্তু অভিজ্ঞতাহীন এবং ক্লান্ত এই বয়সভিত্তিক প্যানেলের কারণে সম্ভাবনাটা শেষ হয়ে গেল।”
তার মতে, যারা গত এক দশকে রাজনীতি বা সামাজিক আন্দোলনে সক্রিয় ছিলেন না, তারা নতুন বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারবেন না। তিনি বলেন, “যারা বিগত ১৫ বছর ধরে রাজনৈতিক কিংবা সামাজিক অঙ্গনে নীরব ছিলেন, তাদের দিয়ে কোনো বিপ্লব সম্ভব নয়।”
স্ট্যাটাসের শেষাংশে তিনি মন্তব্য করেন, “ড. ইউনুস যদি দায়িত্বে থাকতে চান, তাহলে ছাত্রদের উচিত হবে এই বয়সপূর্ত উপদেষ্টাদের সরিয়ে দিয়ে নতুনভাবে পথচলা শুরু করা। এখনো অনেকে তাকে শ্রদ্ধা ও ভালোবাসেন, সেটাই শেষ ভরসা।”
একটি মন্তব্য পোস্ট করুন