আন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সম্প্রতি একটি বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেন, "যে কুমির ডেকে আনছেন, তা শেষ পর্যন্ত আপনাদেরই খাবে।"
বৃহস্পতিবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, "BAL, North & Delhi জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরই ক্ষতি করবে। আপনি তাদের মধ্যে একজন নন — শুধু সাময়িকভাবে ব্যবহার করা হচ্ছে।"
আসিফ মাহমুদ সজীব আরও লেখেন, “আমাদের নেই মরার ভয়, নেই হারাবার কিছু। একমাত্র আফসোস হলো, দেশের গণতান্ত্রিক রূপান্তর আর মানুষের ভাগ্য কোনো ইতিবাচক পথে এগোবে না।”
পোস্টের শেষাংশে তিনি লেখেন, "স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্ট হয় বোধ হয় এ দেশের ভাগ্য।"
অন্যদিকে, এর আগেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষাৎ করেছেন। ওই বৈঠকে দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
একটি মন্তব্য পোস্ট করুন