নাবালক উপদেষ্টাদের কারণে জাতীয় ঐক্যে ফাটল ধরেছে: নুর

জাতীয় ঐক্য নষ্ট হওয়ার পেছনে অদূরদর্শী উপদেষ্টাদের ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ড চলতে থাকলে ভবিষ্যতে আরও অনেক ‘পানির বোতল’ জনগণের রোষ হয়ে আপনাদের দিকে ধেয়ে আসবে।"

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় আয়োজিত এক গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই কর্মসূচির আয়োজন করে উপজেলা গণ অধিকার পরিষদ।

ভিপি নুর বলেন, "জুলাই বিপ্লব কোনো ব্যক্তির কৃতিত্ব নয়। এটা দেশের কৃষক, শ্রমিক, সাধারণ জনগণ এবং নির্যাতিত মা-বোনদের সম্মিলিত প্রতিরোধের ফল। অথচ এখন কিছু ব্যক্তি সেই আন্দোলনের চেতনা বিক্রি করে নিজেদের দেশের মালিক ভাবছেন।"

তিনি আরও অভিযোগ করেন, “আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের অর্জনকে পারিবারিক সম্পত্তি বানিয়ে ফেলেছে, যার ফলে দেশ আজ এক অনিশ্চয়তার দিকে এগোচ্ছে। এখনই সংযত না হলে পরিণতি হবে ভয়াবহ।”

সমাবেশে ভিপি নুর গণ অধিকার পরিষদের অন্যতম নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ নিতে না দেওয়ার ঘটনায় দলের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়ার কঠোর সমালোচনা করেন।

উক্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান, শহীদুল্লাহ খান, ফারুক হাসান, ইঞ্জিনিয়ার জাহিদুল আলম, মাহমুদুল হাসান, হাসান আল মামুন, মঞ্জুর মোর্শেদ মামুন, সালাউদ্দিন মায়া, আবু হানিফ, ইঞ্জিনিয়ার নাহিদসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

Post a Comment

নবীনতর পূর্বতন