ইসলাম ধর্ম গ্রহণ করলেন জগন্নাথ বশ্বিবদ্যিালয়রে শিক্ষার্থী ধ্রুব

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এক শিক্ষার্থী স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের (১৬তম ব্যাচ) শিক্ষার্থী এ আর ধ্রুব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি নিজের নাম পরিবর্তন করে রাখেন আব্দুর রহমান ধ্রুব।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বাসিন্দা আব্দুর রহমান ধ্রুব হলফনামার মাধ্যমে নাম পরিবর্তনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তিনি জানান, গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার দায়রা জজ আদালতে হলফনামা সম্পাদনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

হলফনামায় তিনি লিখেছেন, “আমি একজন প্রাপ্তবয়স্ক ও সচেতন নাগরিক হিসেবে আমার ভবিষ্যৎ জীবনের সিদ্ধান্ত নিজ দায়িত্বে নিতে সক্ষম। জন্মসূত্রে আমি হিন্দু ধর্মাবলম্বী ছিলাম, তবে অনেকদিন ধরেই ইসলাম ধর্মের প্রতি আমার আগ্রহ ও বিশ্বাস গড়ে ওঠে। মুসলমান বন্ধুদের সঙ্গে চলাফেরা এবং বিভিন্ন ইসলামিক আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করতে করতে হিন্দু ধর্মের প্রতি এক ধরনের দূরত্ব তৈরি হয় আমার মধ্যে।”

তিনি আরও উল্লেখ করেন, “ইসলামী বই ও হিন্দু ধর্মগ্রন্থ পড়ে গভীরভাবে চিন্তা-ভাবনা করে আমি উপলব্ধি করেছি, ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা, যা শুধু পার্থিব শান্তি নয়, পরকালীন মুক্তির পথও দেখায়।”

আব্দুর রহমান ধ্রুব জানান, দীর্ঘদিন ধরেই তিনি মানসিকভাবে বিষণ্ণতায় ভুগছিলেন এবং জীবনের নানা সংকটের মধ্যে পড়ে প্রায়ই নিজেকে হারিয়ে ফেলতেন। কিন্তু প্রতিবারই এক ধরনের অদৃশ্য শক্তি তাকে রক্ষা করেছে, যা তাকে সৃষ্টিকর্তা সম্পর্কে ভাবতে বাধ্য করে। সেই অনুসন্ধানের পথেই তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হন এবং শেষপর্যন্ত এই ধর্মকে নিজের জীবনের পথ হিসেবে গ্রহণ করেন।

নিজের অভিজ্ঞতা শেয়ার করে তিনি লেখেন, “আমি একসময় বহু দেব-দেবীতে বিশ্বাস করতাম, কিন্তু তাতে আত্মিক শান্তি খুঁজে পাইনি। কুরআন পড়ে আমি জীবনের উদ্দেশ্য এবং সৃষ্টির রহস্য সম্পর্কে যে উত্তর পেয়েছি, তা অন্য কোথাও পাইনি।”

পরিবার ও পরিচিতদের উদ্দেশে তিনি বলেন, “আমি জানি, আমার এই সিদ্ধান্ত সবাই সহজভাবে নেবে না। তবুও অনুরোধ করব—আপনারা অন্তত একবার খোলা মনে কুরআন পড়ুন। তর্কের জন্য নয়, বরং সত্য জানার জন্য। সত্য খুঁজলে আল্লাহ নিজেই পথ দেখাবেন।”

Post a Comment

নবীনতর পূর্বতন