নয় মাসের মেয়াদি সরকার নানা স্বপ্ন ও প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু করলেও বাস্তবতা একেবারেই ভিন্ন বলে মন্তব্য করেছেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। সম্প্রতি এক টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “সরকার বলেছিল, ঈদের আগেই রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানো হবে। কিন্তু বাস্তবে এখন দেখা যাচ্ছে, নতুন করে আরও দেড় লাখ রোহিঙ্গা দেশে প্রবেশ করেছে এবং তারাও এখানে ঈদ পালন করবে। এতে সরকারের বক্তব্য ও বাস্তবতা যে একে অপরের বিপরীত, তা স্পষ্ট।”
বিনিয়োগ পরিস্থিতি নিয়েও হতাশা প্রকাশ করে বাবুল বলেন, “বিনিয়োগ সম্মেলন নিয়ে ব্যাপক প্রচারণা চালানো হয়েছিল। বলা হয়েছিল, এর মাধ্যমে বড় আকারের বিনিয়োগ আসবে। কিন্তু বাস্তবে বিনিয়োগের পরিমাণ কমছে। অর্থাৎ, সরকারের ঘোষণা আর বাস্তবতা মিলছে না।”
রাজনীতির অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “রাজনীতি কেবল কথার খেলা নয়, এটি কাজের মাধ্যমে প্রমাণ করতে হয়। আমরা চার দশক ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। এখনো প্রতিদিন কিছু না কিছু শিখি। অভিজ্ঞতা ছাড়া রাজনীতিতে সফল হওয়া কঠিন।”
একটি মন্তব্য পোস্ট করুন