নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা

চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে ২০২৬ সালের জুন মাসের পর এই নির্বাচন আর পিছিয়ে যাবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। ‘দ্য ইকোনমিস্ট’-এ বৃহস্পতিবার (১৫ মে) প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ড. ইউনূস। একইসঙ্গে তিনি নিশ্চিত করেন, আসন্ন নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন না।

অন্তর্বর্তী সরকারের কার্যক্রম প্রসঙ্গে ড. ইউনূস বলেন, তারা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ব্যাংক খাতকে স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি এখনও সন্তোষজনক নয়। রাজনৈতিক অঙ্গনেও স্থিতিশীলতা ফিরেনি বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, বিপ্লবের নয় মাস পার হলেও কাঙ্ক্ষিত পরিবর্তন বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে।

নির্বাচনের রূপরেখা নিয়ে ড. ইউনূস জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐকমত্য কমিশন একটি 'জুলাই সনদ' চূড়ান্ত করবে। এই সনদই নির্বাচন আয়োজনের ভিত্তি হবে এবং নতুন বাংলাদেশের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে ড. ইউনূস বলেন, ১২ মে দলটির নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এর ফলে, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না।

Post a Comment

নবীনতর পূর্বতন