অস্ত্র জমা দিয়ে হামাস গাজা ছাড়লে যুদ্ধ থামাতে প্রস্তুত ইসরায়েল!

ইসরায়েল গাজায় চলমান যুদ্ধ থামাতে রাজি হয়েছে, তবে এজন্য ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসকে কয়েকটি কঠিন শর্ত মানতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তেলআবিব থেকে প্রকাশিত প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতিতে বলা হয়, হামাস যদি অস্ত্র জমা দেয়, গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেয় এবং তাদের সদস্যদের নির্বাসনে পাঠায়—তাহলে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে প্রস্তুত ইসরায়েল। একইসঙ্গে, হামাসের হাতে থাকা সব জিম্মিকে একযোগে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে।

তবে এই প্রস্তাবের ব্যাপারে এখনো হামাস কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।

উল্লেখ্য, ‘হামাস নির্মূল’ নীতির আওতায় ইসরায়েল গত দেড় বছর ধরে গাজায় ভয়াবহ সামরিক অভিযান চালিয়ে আসছে। এতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৫৩ হাজার ফিলিস্তিনি, যাদের অনেকেই এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

যুদ্ধের মূল লক্ষ্য সফল না হওয়ায় গাজায় হামাসের উপস্থিতি এখনও দৃশ্যমান। ফলে গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে নতুন করে হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী (IDF)।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরের পর অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বেড়ে যায়। এরপর কাতারে চলমান আলোচনার সময় মধ্যপ্রাচ্যবিষয়ক মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ গাজায় একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দেন।

হামাস আগে থেকেই স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে অবস্থান জানিয়ে আসছিল। এবার নেতানিয়াহু সরকারও শর্তসাপেক্ষে সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছে।

এর আগে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেও ইসরায়েলের সাম্প্রতিক অবস্থান বদলের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে বিশ্লেষকদের মতে।

Post a Comment

নবীনতর পূর্বতন