কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সদরে রোববার দুপুরে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিনের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে আওয়ামী লীগের বিচার এবং জাতীয় নির্বাচন দ্রুত আয়োজনের দাবি জানানো হয়।
তবে মিছিলে অংশ নেওয়া কিছু নেতাকর্মীর ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘একটা একটা জামায়াত ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘একটা একটা এনসিপি ধর, ধইরা ধইরা জবাই কর’—এমন ধরনের স্লোগান ব্যাপক বিতর্কের জন্ম দেয়। এসব স্লোগান নিয়ে জামায়াতে ইসলামী ও এনসিপির পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করা হয়েছে।
জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী এই উগ্র বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, “আমরা অতীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে একত্রে লড়াই করেছি। এখন প্রয়োজন ঐক্য ধরে রেখে দেশকে এগিয়ে নেওয়া। বিভাজন সৃষ্টি করে বা উগ্র স্লোগান দিয়ে সেই লক্ষ্য অর্জন সম্ভব নয়।” তিনি আরও জানান, পাকুন্দিয়া বিএনপির নেতারা স্থানীয় জামায়াত নেতাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
অন্যদিকে, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন ফেসবুকে মিছিলের একটি ভিডিও শেয়ার করে প্রতিবাদ জানান। তিনি বলেন, “রাজনৈতিক ভিন্নমত থাকতেই পারে। তবে জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দুটি দলের মধ্যে এমন শিষ্টাচারবহির্ভূত স্লোগান মেনে নেওয়া যায় না।” তিনি স্লোগানদাতাদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
ঘটনার বিষয়ে পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন জানান, “এটি দলীয় কোনো সিদ্ধান্তে দেওয়া স্লোগান নয়। মিছিলে থাকা ছাত্রদলের কিছু নেতাকর্মী এটি দিয়েছে।”
এ প্রসঙ্গে উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা জজ আদালতের পিপি মো. জালাল উদ্দিন বলেন, “এই কর্মসূচি উপজেলা বিএনপির ছিল না এবং কেন্দ্রীয় কোনো নির্দেশনাও ছিল না। আমি নিজেও উপস্থিত ছিলাম না। যারা স্লোগান দিয়েছে, দায় তাদেরই। বিএনপি এমন বক্তব্য সমর্থন করে না।”
একটি মন্তব্য পোস্ট করুন