জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের অন্যান্য শরিকদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন এক নাগরিক। তিনি এসব রাজনৈতিক দলকে 'সন্ত্রাসী সংগঠন' হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মী হোসাইন মো. আনোয়ারের পক্ষে আইনজীবী সালাহ উদ্দিন রিগান রবিবার (১৯ মে) ডাকযোগে এ সংক্রান্ত একটি আইনি নোটিশ প্রেরণ করেন।

নোটিশে অভিযোগ করা হয়, আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকরের পরেও ১৪ দলীয় জোটের অন্তর্ভুক্ত অন্যান্য দলগুলো—যেমন জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় পার্টি (মঞ্জু), ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, বাসদ (রেজাউর), সাম্যবাদী দল (দিলীপ বড়ুয়া), ন্যাপ (মোজাফফর), গণ আজাদী লীগ, জাসদ (ইনু), শ্রমিক কৃষক সমাজবাদী দল, গণতান্ত্রিক মজদুর পার্টি, তরিকত ফেডারেশন এবং কমিউনিস্ট কেন্দ্র—বিভিন্ন সময় একই ধরনের কার্যক্রমে জড়িত থেকেছে। অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

নোটিশটি প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও আইন মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের কাছে পাঠানো হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন