সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ মানবিক উদ্যোগের অংশ হিসেবে গাজার ক্ষতিগ্রস্ত পরিবার থেকে ১ হাজার ফিলিস্তিনিকে চলতি বছর হজ পালনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এই হজযাত্রার সম্পূর্ণ ব্যয় তার ব্যক্তিগত তহবিল থেকে বহন করা হবে।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, গাজার যেসব নাগরিক ইসরাইলি হামলায় স্বজন হারিয়েছেন, আহত হয়েছেন কিংবা যাদের আত্মীয়রা কারাবন্দি—তাদের মধ্যে থেকেই এই হজযাত্রীদের নির্বাচন করা হয়েছে।
চাঁদ দেখার ওপর নির্ভর করে সৌদি আরবে ৪ বা ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
হজযাত্রীদের যাত্রা শুরু থেকে মক্কায় পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে যাতে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয়, সেজন্য সৌদি সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করেছে। দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের ‘দাওয়া অ্যান্ড গাইডেন্স’ বিভাগ এই কার্যক্রম বাস্তবায়নে দায়িত্ব পালন করবে।
গাজা উপত্যকায় চলমান সহিংসতায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ৫৩ হাজার মানুষ, যাদের অধিকাংশই নারী ও শিশু। এই তথ্য জানিয়েছে হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
একটি মন্তব্য পোস্ট করুন