টাঙ্গাইলে লেয়ার মুরগির খামারের এক কর্মচারীকে জবাই করে হত্যা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এক লেয়ার মুরগির খামারের কর্মচারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম আখতারুল হক (৪৫)। তিনি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার নুর ইসলামের ছেলে।

রবিবার (১৮ মে) দুপুরে কালিহাতীর বল্লা-রামপুর সড়কের পাশে বলদকুড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। স্থানীয়দের ধারণা, শুক্রবার বা শনিবার গভীর রাতে চুরির উদ্দেশ্যে খামারে প্রবেশ করে দুর্বৃত্তরা তাকে হত্যা করে খামারের পেছনের ড্রেনে ফেলে রাখে।

রবিবার সকালে এলাকাবাসী ড্রেনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে খামারের মালিক মোরশেদ আলমকে খবর দেয়। পরে তিনি ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

খামারের মালিক মোরশেদ আলম বলেন, "প্রায় ১০ মাস আগে এক পরিচিত ব্যক্তির মাধ্যমে আখতারুল হক আমার খামারে যোগ দেন। তিনি একাই খামারের সব কাজ সামলাতেন। রবিবার সকালে খবরে এসে দেখি আমার কর্মচারীর মরদেহ পড়ে আছে। সঙ্গে সঙ্গে পুলিশকে জানাই।"

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।”

Post a Comment

নবীনতর পূর্বতন