মাঝ আকাশেই ভেঙে চুরমার ভারতের নতুন মহাকাশযান!

ভারতের সর্বশেষ মহাকাশ মিশন উৎক্ষেপণের পরপরই ব্যর্থতার মুখে পড়েছে। রোববার (১৮ মে) ভোরে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইস্রো) তাদের নতুন উপগ্রহ ইওএস-০৯ বহনকারী PSLV-C61 রকেট উৎক্ষেপণ করে, কিন্তু মহাকাশযাত্রার তৃতীয় ধাপে পৌঁছেই রকেটটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। এর ফলে নির্ধারিত সান সিনক্রোনাস পোলার অরবিট (SSPO)-এ পৌঁছানো সম্ভব হয়নি।

স্থানীয় সময় সকাল ৫টা ৫৯ মিনিটে শ্রীহরিকোটা স্পেস সেন্টার থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। প্রথম ও দ্বিতীয় ধাপে মিশন সফলভাবে অগ্রসর হলেও, তৃতীয় ধাপে পৌঁছানোর ২০৩ সেকেন্ডের মাথায় ব্যবহৃত মোটরে সমস্যা দেখা দেয়। রকেটটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কায় মহাকাশেই ধ্বংস করার সিদ্ধান্ত নেয় ইস্রো, যাতে মহাকাশে ধ্বংসাবশেষ থেকে কোনও ধরনের বিপদ না ঘটে।

ইস্রোর চেয়ারম্যান ভি নারায়ণ জানান, “আমরা PSLV রকেটের মাধ্যমে উপগ্রহটি পাঠানোর চেষ্টা করেছিলাম। প্রথম দুটি ধাপ সঠিকভাবে কাজ করলেও, তৃতীয় ধাপে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উৎক্ষেপণ সফল হয়নি। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি এবং খুব শিগগিরই আবার চেষ্টা করবো।”

পরবর্তীতে ইস্রোর পক্ষ থেকে এক্স (সাবেক টুইটার)-এ জানানো হয়, এটি ছিল সংস্থাটির ১০১তম মহাকাশ অভিযান। রকেটের প্রথম ও দ্বিতীয় ধাপ সফল হলেও তৃতীয় ধাপে নির্দিষ্ট পর্যবেক্ষণের ভিত্তিতে উৎক্ষেপণ বন্ধ করা হয়। ব্যর্থতার কারণ উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানায় ইস্রো। সংস্থাটি জানিয়েছে, ঘটনার প্রতিটি দিক বিশ্লেষণ করে ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে PSLV রকেট ব্যবহার করে কৃত্রিম উপগ্রহ পাঠাচ্ছে ইস্রো। এ পর্যন্ত এই রকেটের মাধ্যমে মোট ৬৩টি উৎক্ষেপণ করা হয়েছে, যার মধ্যে এটি ছিল তৃতীয় ব্যর্থতা। ব্যর্থ হওয়া ইওএস-০৯ উপগ্রহটির ওজন ছিল ১,৬৯৬ কেজি।

Post a Comment

নবীনতর পূর্বতন