বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, করিডোর বা বন্দর ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কোনো অন্তর্বর্তীকালীন সরকারের নেই। এ ধরনের সিদ্ধান্ত শুধু জনগণের ভোটে নির্বাচিত সরকারই নিতে পারে।
শনিবার (১৭ মে) রাতে এনডিএমের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল এক অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, "জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলোতে জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে হলে একটি নির্বাচিত ও দায়বদ্ধ সরকার প্রয়োজন। করিডোর বা বন্দর ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবলমাত্র জনগণের ভোটে গঠিত সংসদ ও সরকারে থাকা উচিৎ।"
তিনি আরও বলেন, "পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের একটি স্পষ্ট ও নির্দিষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার গঠিত না হলে, বর্তমান স্বৈরাচারী ব্যবস্থাকে প্রতিহত করা সহজ হবে না।"
দেশের সার্বিক উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, "আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, শুধু রাজনৈতিক ক্ষমতাকেই নয়, অর্থনৈতিক অগ্রগতি এবং দেশি-বিদেশি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতেও একটি জবাবদিহিমূলক সরকার অপরিহার্য। জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারই পারে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করতে।"
একটি মন্তব্য পোস্ট করুন