ডিসেম্বরের আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তাতে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। তিনি বলেন, “ইনশাল্লাহ, আমাদের নেতা তারেক রহমানই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।”
শনিবার (২৪ মে) সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে বিএনপির দলীয় কার্যালয়ে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান সরকার এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি। সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া এবং সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
বক্তব্যে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, “বিএনপির রাজনীতির সঙ্গে যারা জড়িত, তাদের ভবিষ্যতে দেশ পরিচালনায় ভূমিকা রাখতে হবে। এজন্য আমাদের আচরণে শালীনতা, ভালো ব্যবহার এবং নৈতিকতার প্রতিফলন থাকতে হবে। কোনো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হওয়া যাবে না।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় কোনো দুর্নীতিবাজের ঠাঁই হবে না। দেশের জনগণ শান্তিতে বসবাস করবে এবং সড়ক, অবকাঠামোসহ সর্বত্র উন্নয়ন দৃশ্যমান হবে। আমরা যে ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের ঘোষণা দিয়েছি, তা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।”
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবুল হাসেম, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, সদস্য সচিব ভিপি মো. জাহাঙ্গীর আলম এবং দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারসহ দলের স্থানীয় নেতাকর্মীরা।
একটি মন্তব্য পোস্ট করুন