যেন কোনো অদৃশ্য ইশারায় সেই কাঙ্ক্ষিত বিচারপ্রক্রিয়া থমকে আছে: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “জুলাই অভ্যুত্থানের সর্বশেষ শহীদ আমাদের সহযোদ্ধা হাসান, যিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। আজ তার জানাজা অনুষ্ঠিত হয়েছে শহীদ মিনারে, বুলেটের আঘাতে প্রাণ হারানো এই সংগ্রামী ভাইকে আমরা শেষ শ্রদ্ধা জানাই।”

শনিবার (২৪ মে) রাতের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, “এত ত্যাগ, এত রক্তের বিনিময়ে ফ্যাসিবাদী শক্তিকে উৎখাত করার পরও খুনিদের বিচার প্রক্রিয়া থমকে আছে। কোনো অদৃশ্য নির্দেশনা যেন এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। বিচার চাইলেই নানা যুক্তি ও ব্যাখার বেড়াজালে ফেলে আমাদের দাবিকে ধামাচাপা দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “এই অন্তর্বর্তীকালীন সরকার যদি খুনি হাসিনার বিচার নিশ্চিত না করে, তবে তারা কোনোভাবেই দায়িত্ব পালন শেষ করতে পারবে না। একইসঙ্গে গণহত্যার মাস্টারমাইন্ডদের বিচারের মুখোমুখি না করে, প্রখ্যাত বুদ্ধিজীবী আসিফ নজরুলও তার পদের দায় থেকে অব্যাহতি পাবেন না।”

Post a Comment

নবীনতর পূর্বতন