উচ্চাভিলাষী নয়, বরং একটি বাস্তবভিত্তিক বাজেটের দিকেই এগোচ্ছে অন্তর্বর্তী সরকার: আসিফ মাহমুদ

২০২৫-২৬ অর্থবছরের জন্য একটি বাস্তবসম্মত বাজেট প্রণয়নের দিকে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার—এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রবিবার (১৮ মে) নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “সরকার অহেতুক উচ্চাভিলাষী কোনো বাজেট নয়, বরং বাস্তবতাভিত্তিক একটি পরিকল্পনার দিকেই এগোচ্ছে।”

তিনি আরও জানান, আসন্ন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে কর্মসংস্থান তৈরির দিকে গুরুত্ব দেওয়া হবে।

সজীব ভূঁইয়া বলেন, “বাজেটে গ্রামীণ এলাকায় রাস্তা নির্মাণ ও সংস্কারের মতো অবকাঠামোগত কর্মসূচিকে উৎসাহিত করা হবে, যাতে স্থানীয় পর্যায়ে কাজের সুযোগ বাড়ে। তবে এবারে বড় কোনো মেগা প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা নেই।”

Post a Comment

নবীনতর পূর্বতন