নানা কারণে সংস্কার নিয়ে চাপে আছে সরকার: অর্থ উপদেষ্টা

সরকারের সংস্কারমূলক কার্যক্রম নিয়ে নানা সমালোচনা থাকলেও, অনেক সমালোচনাই অর্থহীন ও বাস্তবতা বিবর্জিত—এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, এসব ভিত্তিহীন সমালোচনার কারণে আন্তর্জাতিক অঙ্গনে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। শুক্রবার (২৩ মে) সকালে রাজধানীর মোহাম্মদপুরে রেসিডেন্সিয়াল কলেজে 'ইকোনমিক অলিম্পিয়াড'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. সালেহ উদ্দিন বলেন, “আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) আমাদের ওপর কিছু চাপ প্রয়োগ করতে চেয়েছিল, তবে তারা তা চাপিয়ে দিতে পারেনি। সরকার দায়িত্বশীল অবস্থান থেকেই সিদ্ধান্ত নিয়েছে।”

আসন্ন বাজেট প্রসঙ্গে তিনি বলেন, বাজেটে নানা করছাড়ের বিষয়ে আলোচনা চলছে, যা অর্থনীতিতে গতি আনার একটি চেষ্টা।

অনুষ্ঠানে উপস্থিত বিশেষজ্ঞরা মন্তব্য করেন, আগের ফ্যাসিবাদী শাসনামলে অর্থনীতি ছিল নীতিমালা থেকে বিচ্যুত। তখন ব্যাংক খাতের মাধ্যমে ব্যাপক লুটপাট হয়েছে এবং একচেটিয়াভাবে ব্যবসায়িক ক্ষেত্র দখল করা হয়েছিল।

ড. সালেহ উদ্দিন আরও বলেন, “ব্যাংকিং খাত তখন স্বাধীন ছিল না। যাদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল, কেবল তারাই ঋণ পেতেন। এখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে, এবং ব্যাংক খাতে শৃঙ্খলা ও সুশাসন ফিরেছে।”

Post a Comment

নবীনতর পূর্বতন