আসন্ন বাজেটে শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি ও অবসর-কল্যাণ বকেয়া পরিশোধের জন্য বরাদ্দ বাড়ানো হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
রবিবার (১৮ মে) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
ড. মাহমুদ বলেন, “শিক্ষকদের দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে তাদের বেতন-ভাতা বাড়ানো হচ্ছে। পাশাপাশি ৫-৬ বছর ধরে জমে থাকা অবসর-কল্যাণ তহবিলের বকেয়াও নিষ্পত্তি করা হবে। ফলে এ খাতে পরিচালন ব্যয় বাড়বে।”
তিনি আরও বলেন, “আমি যখন শিক্ষা উপদেষ্টা ছিলাম, প্রতিদিন আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বসেছি, তাদের সমস্যার কথা শুনেছি। তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন। এসব সমস্যা সমাধানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
শিক্ষাখাতকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন বাজেটে বাড়তি নজর দেওয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন, “বাচ্চাদের স্কুলে নানা সমস্যা রয়েছে, সেগুলোর সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”
স্বাস্থ্যখাতের প্রসঙ্গে তিনি বলেন, “জেলা-উপজেলায় অনেক স্বাস্থ্য অবকাঠামো তৈরি হলেও অনেক জায়গায় তা কার্যকর নয়। কোথাও ডাক্তার নেই, কোথাও প্রয়োজনীয় সরঞ্জাম নেই। তাই এই সমস্যা উন্নয়ন নয়, পরিচালন বাজেটে প্রতিফলিত হবে।”
আসন্ন বাজেট নিয়ে তিনি বলেন, “রাজস্ব ঘাটতি পূরণে অতিরিক্ত ঋণ নেওয়া হবে না, যাতে জনগণের ওপর বাড়তি চাপ না পড়ে। তাই এবার বাজেট তুলনামূলকভাবে ছোট রাখা হবে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”
তিনি বলেন, “ঋণ শোধের দায়িত্ব রয়েছে, আবার ভর্তুকিও কমানো যাবে না। তাই এবারের বাজেট হবে ‘অর্থনৈতিক শৃঙ্খলা পুনরুদ্ধারের বাজেট।’”
একটি মন্তব্য পোস্ট করুন