মোঃ আব্দুসসালাম তালুকদার
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জে) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ধানের ক্ষেত্রে কীটনাশক দিয়ে গিয়ে মোঃ মিন্টু (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল সারে ১০টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত মোঃ মিন্টু উপজেলার চৌডালা ইউনিয়নের হাউসনগর গ্রামের মৃত আব্দুল বাসেতের ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, মৃত মোঃ মিন্টু ১৫ বছর পূর্বে থেকে দ্বিতীয় বিয়ে করে ঘর জামাই হিসাবে পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর গ্রামে বসবাস করে আসছেন। সকালে সারে ১০টার দিকে পার্শ্ববতী ধান ক্ষেত্রে কীটনাশক দিয়ে গিয়ে যে কোন সময় রোদের তাপদাহে স্টক করে জমির আইলে পড়ে মৃত্যু বরণ করেন। খবর পেয়ে গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের নিকট হস্তান্তর করেন। তবে এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
#
মোঃ আবদুস সালাম তালুকদার
গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ।
একটি মন্তব্য পোস্ট করুন