গোমস্তাপুরে ডাসকো ফাউন্ডেশনের থ্রাইড প্রকল্পের অর্থ বিতরণ



মোঃ আবদুস সালাম তালুকদার 
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ


 চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বেসরকারি সংস্থা ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্পের আওতায়  প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন ও অর্থনৈতিক মান উন্নয়নে হেকস ইপার সুইজারল্যান্ডের সহযোগিতায়  দ্বিতীয় ধাপে ৪জন প্রান্তিক জনগোষ্ঠীকে অনুদানের অর্থ প্রদান করা হয়েছে। 

রবিবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসারের কার্যালয়ে এই অর্থ প্রদান করা হয়েছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাকলাইন হোসেন এতে প্রধান অতিথি থেকে এইসব অর্থ হস্তান্তর করেন।  এসময় উপস্থিত ছিলেন, ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মোঃ লুৎফর রহমান (রাফিন), গোমস্তাপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবদুস সালাম তালুকদার, ডাসকো ফাউন্ডেশনের সিডিও শ্যামল চন্দ্র রায় ও প্রান্তিক জনগোষ্ঠী প্রমূখ। 
 
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে, প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন ও অর্থনৈতিক  মান উন্নয়নে দুই ধাপে সুমা রানীকে সেলুন ব্যবসায় ১৫ হাজার, টুনি কুন্জুরকে চায়ের স্টল ব্যবসায় ১৫ হাজার, খাইরুন নেশাকে মুদি ব্যবসায় ১৫ হাজার ও মোকলেছুর রহমানকে দুধের ব্যবসায় ১৫ হাজার করে এককালীন অনুদান প্রদান করা হয়। 


Post a Comment

নবীনতর পূর্বতন