নওগাঁর বদলগাছীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপিত



সিজান সিদ্দিকী, 
নওগাঁ জেলা প্রতিনিধি:


দেশের মৎস্যসম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বদলগাছীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে।  

সোমবার(১৮ আগস্ট) সকাল ১০.৩০ ঘটিকায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে কিছু দেশি প্রজাতির পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি।

অবমুক্তকরণ শেষে মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে সহকারী মৎস্য কর্মকর্তা মাহফুজ-উল হক এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী ভূমি কমিশনার আতিয়া খাতুন, উপজেলা প্রণিসম্পদ অফিসার ডাঃ রিপা রাণী, কৃষি সম্প্রসারণ অফিসার সজল সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ প্রমূখ।

সাংবাদিক মহলের পক্ষ হতে বদলগাছী মডেল প্রেসক্লাব সভাপতি ফেরদৌস হোসেন এবং মৎস্যজীবীদের পক্ষ থেকেও একজন বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দেশীয় মাছের অস্তিত্ব রক্ষায় অবৈধ জাল ব্যবহার বন্ধ করতে হবে এবং জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে নদ-নদীতে অভয়াশ্রম সৃষ্টি, মাছের প্রজনন মৌসুমে সুরক্ষা নিশ্চিতকরণ এবং উৎপাদিত মাছের সঠিক বাজারজাতকরণ জরুরি।

আরও বলেন, বর্তমানে মাছ উৎপাদনে বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে। মৎস্য উৎপাদনে বাংলাদেশ বর্তমানে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। মাছ আমাদের প্রধান খাদ্য কারণ আমরা মাছে-ভাতে বাঙালি। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় মৎস্য খাতকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।

উপজেলার ৩জন সফল মৎস্যজীবীদের সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, এ বছর গত ২২ জুলাই হতে ২৮ জুলাই ২০২৫ পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। তবে গত ২১ জুলাই ২০২৫ তারিখে উত্তরা ঢাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে সংঘটিত বিমান দুর্ঘটনায় মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর অনুষ্ঠেয় উদ্বোধন অনুষ্ঠানসহ সকল কর্মসূচি স্থগিত করা হয়। নির্দেশনা মোতাবেক আগামী ১৮ আগস্ট হতে ২৪ আগস্ট, ২০২৫ খ্রিঃ পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন করা হবে।

তাং: ১৮/৮/২৫ ইং
মো: সিজান সিদ্দিকী 
, নওগাঁ।

Post a Comment

নবীনতর পূর্বতন