মোঃ আবদুস সালাম তালুকদার
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
"অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি" এই প্রতিপাদ্যকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৫ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল সারে ৯টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে একই জায়গায় শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাজু চৌধুরীরে সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাকলাইন হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ ওয়াসিম আকরাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাইসুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ রবিউল আওয়াল, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলাম, মৎস্য চাষি মোঃ আনোয়ার হোসেনসহ স্থানীর মৎস্য চাষি ও স্থানীয় গণমাধ্যম কর্মী প্রমুখ।
আলোচনা সভা শেষে আবু সায়েম কে পোনা জাতীয় মাছ চাষ, মোঃ সমির আলীকে বড় জাতীয় মাছ চাষ ও মোঃ মোসাব্বির আলীকে দেশী জাতীয় মাছ চাষে অবদান রাখায় তিন জনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়েছে।
#
মোঃ আবদুস সালাম তালুকদার
গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ
একটি মন্তব্য পোস্ট করুন