বদলগাছীতে মোবাইল চালাতে নিষেধ করায় অভিমানে স্কুল ছাত্রীর আত্মহত্যা



সিজান সিদ্দিকী,
নওগাঁ জেলা প্রতিনিধি

 নওগাঁর বদলগাছীর ৯ম শ্রেণীর ছাত্রী ফারিহা তাছনিম। পড়াশোনার ফাকে ফাকে অতিরিক্ত মোবাইল আসক্ত হয়ে পড়ে। মোবাইলে চাটিং করে। অতিরিক্ত মোবাইল চালানোর কারণে মা বকাঝকা করেছে মেয়ে তাছনিমকে। বাবা থাকে বিদেশ সেও মোবাইল চালাতে নিষেধ করেছে। মা- বাবার উপর অভিমান করে তাছনিম গ্যাসবড়ি খেয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সন্ধ্যা রাতে উপজেলার নাজিরপুর গ্রামে। গ্রামের স্থানীয় লোকজন জানায় ঐ গ্রামের সহিদুল ইসলামের মেয়ে ৯ম শ্রেণীর ছাত্রী ফারিহা তাছনিম বুধবার সন্ধ্যায় তার সাথীদের সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় তার পেট যন্ত্রনা করছিল তখন সে বলে উঠে আলুর বস্তায় রাখা গ্যাস বড়ি খেয়েছে সে, তাকে বাচাও। সঙ্গে সঙ্গে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি দেখা দিলে রাজশাহী নেওয়ার পথে সে মারা যায়। মেয়ের শোকে মা শম্পা বেগম মানষিক ভারসাম্য হারিয়েছে। বাবা সহিদুল বিদেশে। এলাকাবাসী জানায় কিভাবে ছেলে মেয়ে মানুষ করবেন তারা শাসনও মানেনা। খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ মো, আনিছুর রহমান সংগীয় ফোর্স নিয়ে নিজেই ঘটনাস্থল পরিদর্শন করে। কারো কোন অভিযোগ না থাকায় লাশ সৎকারের জন্য পরিবারের নিকট হস্তান্তর করে। মল্লিকপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মো, মাসুদ আলম জানান," ফারিহা তাছনিম খুব ভালো ছাত্রী ছিল, ক্লাসে তার রোল ৯। সে এভাবে ভুল করবে মানতে পারছিনা।" থানা অফিসার ইনচার্জ মো, আনিছুর রহমান জানান, "মোবাইল আশক্তির কারনে বকাবকি করেছে। অভিমান করে গ্যাস বড়ি খেয়ে আত্মহত্যা করেছে। অভিযোগ না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে।"

মো: সিজান সিদ্দিকী
, নওগাঁ

Post a Comment

নবীনতর পূর্বতন