পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান বর্তমানে কারাবন্দি রয়েছেন। তার বিরুদ্ধে দায়ের করা আলোচিত আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলার দণ্ড বাতিল সংক্রান্ত শুনানি আগামী ১১ জুন অনুষ্ঠিত হবে। একইদিন শুনানি হবে তার স্ত্রী বুশরা বিবির আপিলেরও। খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।
পিটিআই নেতা গওহর আলী খান এই দিনটিকে ইমরান খান ও তার স্ত্রীর জন্য "গুরুত্বপূর্ণ দিন" হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, ওইদিন আদালত চাইলে তাদের জামিন মঞ্জুর করতে পারে। তবে তিনি কেন এই দিনটিকে এত গুরুত্ব দিচ্ছেন, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি।
এর আগে, পাকিস্তানের হাইকোর্ট শুনানির তারিখ পিছিয়ে ১১ জুন নির্ধারণ করে। মামলাটি পরিচালনায় জাতীয় জবাবদিহিতা সংস্থা ন্যাব (NAB) যুক্তিতর্ক উপস্থাপনের জন্য অতিরিক্ত সময় চাওয়ায় আদালত এই সিদ্ধান্ত নেয়।
গওহর আলী খান আরও জানিয়েছেন, ইমরান খানের নেতৃত্বে বিরোধী দলগুলোকে সঙ্গে নিয়ে একটি বৃহৎ আন্দোলনের পরিকল্পনা করা হচ্ছে। এদিকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর ঘোষণা দিয়েছেন, ঈদুল আজহার পর ইমরান খানের মুক্তির দাবিতে সারা দেশে ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে।
উল্লেখ্য, ২০১৮ সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসা ইমরান খান ২০২৩ সালে একটি অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারান। ক্ষমতা হারানোর পর থেকে তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা দায়ের হয়, যার মধ্যে আল-কাদির ট্রাস্ট মামলাটি অন্যতম।
সরকারি অভিযোগে বলা হয়েছে, এই ট্রাস্টের মাধ্যমে ইমরান খান কয়েকশ মিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন। তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন সাবেক প্রধানমন্ত্রী।
সূত্র: ইকোনোমিক টাইমস, বিজনেস টুডে
একটি মন্তব্য পোস্ট করুন