করোনার নতুন উপধরনের সংক্রমণ, বন্দরে সতর্কতা জারি

ভারতে করোনাভাইরাসের নতুন উপধরনের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সতর্ক হয়েছে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদফতর দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশনা জারি করেছে। ইতোমধ্যে বিভিন্ন বন্দরে স্ক্রিনিং কার্যক্রম শুরু হয়েছে।

ভারতের বিভিন্ন রাজ্যে জেনেটিক সিকোয়েন্স বিশ্লেষণে ওমিক্রনের নতুন উপধরন—LF.7, XFG, JN.1 এবং NB.1.8.1 শনাক্ত হয়েছে। এসব উপধরনের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ছে। এ পরিস্থিতিতে ৪ জুন মহাখালীর রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়।

এ নির্দেশনায় বলা হয়েছে, ভারতসহ সংক্রমিত দেশ থেকে আগত যাত্রীদের শনাক্ত করতে ইমিগ্রেশন ও আন্তর্জাতিক স্বাস্থ্য বিধি (আইএইচআর) ডেস্কগুলোকে সক্রিয়ভাবে কাজ করতে হবে। সন্দেহজনক যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনে আইসোলেশনের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

রবিবার (৮ জুন) সকালে বেনাপোল চেকপোস্টে সরেজমিনে দেখা গেছে, মেডিকেল ডেস্কে দায়িত্বরত কর্মকর্তারা ভারতফেরত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করছেন। উপ-সহকারী মেডিকেল অফিসার আব্দুল মজিদ জানান, “ভারত থেকে আগত প্রতিটি যাত্রীর করোনা উপসর্গ আছে কিনা তা যাচাই করছি। নির্দেশনা অনুযায়ী উপসর্গ থাকলে সংশ্লিষ্ট যাত্রীকে আইসোলেশনে পাঠানো হবে।”

ভারতফেরত যাত্রী পরিতোষ মন্ডল বলেন, “চিকিৎসার জন্য দশদিন আগে ভারতে গিয়েছিলাম। ফিরে এসে বাংলাদেশের সীমান্তে করোনার পরীক্ষা হচ্ছে, কিন্তু ভারতে তেমন কিছু চোখে পড়েনি।”

অন্য এক যাত্রী সীমা রানী বলেন, “এক মাস ভারতে চিকিৎসা শেষে ফিরলাম। সেখানে করোনার কোনো আলোচনা শুনিনি, কিন্তু এখানে এসে পরীক্ষা হচ্ছে।”

স্বাস্থ্য অধিদফতর বলছে, ভাইরাসের নতুন ধরন যেন বাংলাদেশে না ছড়ায়, সেজন্য সতর্কতামূলক এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন