আগামী বছরের মার্চের মধ্যে প্রয়োজনীয় মৌলিক সংস্কার সম্পন্ন হলে এপ্রিলে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে কোনও আপত্তি থাকবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার (৬ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সারজিস লেখেন, “জুলাইয়ের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং মার্চের মধ্যে বিচার কার্যক্রমসহ মৌলিক ও দৃশ্যমান সংস্কার সম্পন্ন হলে, ২০২৬ সালের এপ্রিলে নির্বাচন গ্রহণযোগ্য হবে।”
তিনি বলেন, “এক দশকের অবৈধ নির্বাচন এবং জুলাইয়ের ঘটনার প্রেক্ষিতে সামনে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে যেন ক্ষমতার অপব্যবহার, কালো টাকার প্রভাব কিংবা পেশিশক্তির প্রয়োগ কোনওভাবেই জায়গা না পায়।”
ফেসবুক পোস্টের শেষদিকে সারজিস আলম আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন এবং বিচার বিভাগের নিরপেক্ষতা ও সক্ষমতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “এই তিনটি প্রধান প্রতিষ্ঠানের উপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে তাদের কার্যকর ও দৃশ্যমান ভূমিকার মাধ্যমে। যেন তারা কোনোভাবেই ক্ষমতার প্রভাবে প্রভাবিত না হয়।”
তিনি আরও যোগ করেন, “সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করেই একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পূর্বশর্ত পূরণ করতে হবে।”
একটি মন্তব্য পোস্ট করুন