ঈদুল আজহা উপলক্ষে ওমানে ৬৪৫ কারাবন্দির ক্ষমা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে ওমানের সুলতান হাইথাম বিন তারিক ৬৪৫ জন কারাবন্দিকে সাধারণ ক্ষমা দিয়েছেন। এদের মধ্যে ওমানি নাগরিক ছাড়াও রয়েছেন একাধিক বিদেশি নাগরিক, যাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ারও সরকারি উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (গতকাল) সুলতানের দপ্তর থেকে এক রাজকীয় বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, মুক্তিপ্রাপ্ত বিদেশি বন্দিদের সংখ্যা নির্দিষ্ট করে না বললেও, তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর যাবতীয় খরচ বহন করবে ওমান সরকার।

বিবৃতিতে আরও বলা হয়, সুলতান হাইথাম বিন তারিক মানবিক মূল্যবোধ ও সামাজিক সংহতির প্রতি অঙ্গীকারবদ্ধ। এই ক্ষমা ঘোষণার মাধ্যমে তিনি সেই অঙ্গীকারেরই প্রতিফলন ঘটিয়েছেন। ঈদুল আজহাকে সামনে রেখে বন্দিদের পরিবারে আনন্দ ফিরিয়ে আনতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

সুলতানের বার্তায় আরও বলা হয়, দয়া, ঐক্য এবং সমাজে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিকে সর্বদা গুরুত্ব দিয়ে আসছে ওমান। এছাড়া, মুক্তিপ্রাপ্ত বন্দিদের ও তাঁদের পরিবারকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছাও জানিয়েছেন সুলতান।

উল্লেখ্য, ১৯৫৫ সালে জন্মগ্রহণকারী সুলতান হাইথাম ২০২০ সালে ওমানের শাসনক্ষমতা গ্রহণ করেন। বর্তমানে তিনি দেশটির সুলতান ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজসিংহাসনে আরোহণের পূর্বে তিনি ওমান ফুটবল অ্যাসোসিয়েশন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

Post a Comment

নবীনতর পূর্বতন