ইউক্রেনে রাশিয়ার বিশাল হামলা

ইউক্রেনজুড়ে ফের ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (৬ জুন) ভোররাতে কিয়েভসহ একাধিক শহরে শত শত ড্রোন ও মিসাইল দিয়ে আক্রমণ করে রুশ বাহিনী। এই বিস্তৃত হামলায় অন্তত তিনজন নিহত ও ৪৯ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রাশিয়ার টার্গেট ছিল শুধু রাজধানী কিয়েভ নয়, হামলা চালানো হয়েছে লুতৎস্ক শহর ও তেরনোপোলি অঞ্চলেও। কিয়েভে একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইনও—যার কারণে বন্ধ হয়ে যায় শহরের ট্রেন চলাচল।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের জবাব হিসেবেই তারা এই পাল্টা হামলা চালিয়েছে। তাদের ভাষ্যমতে, ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোই ছিল তাদের লক্ষ্যবস্তু। আকাশ, সমুদ্র ও স্থলপথ থেকে সমন্বিতভাবে চালানো হয় হামলা; ব্যবহৃত হয় অত্যাধুনিক অ্যাটাক ড্রোন ও ক্ষেপণাস্ত্র।

জানা গেছে, হামলার সময় কিয়েভজুড়ে প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে, রুশ ড্রোন ভূপাতিত করতে ইউক্রেনীয় বাহিনী মেশিনগান ব্যবহার করেছে। আতঙ্কে হাজারো মানুষ রাজধানীর আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয় এবং দীর্ঘসময় ভয়ের মধ্যে কাটায়।

এর আগে, মাত্র এক সপ্তাহ আগেই রাশিয়ার চারটি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছিল ইউক্রেন, যাতে প্রায় ৪০টি রুশ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়। সেই ঘটনার পরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোনে জানিয়েছিলেন, রাশিয়া এর প্রতিশোধ নেবে। বিশ্লেষকদের মতে, আজকের এই ভয়াবহ হামলা সেই হুমকিরই বাস্তব রূপ।

প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, আজকের হামলায় রাশিয়া ৪০০ ড্রোন এবং ৪০টি মিসাইল ব্যবহার করেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

Post a Comment

নবীনতর পূর্বতন