মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ: মূল অভিযুক্ত অকিল গ্রেফতার

নওগাঁর সাপাহারে মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি মো. অকিল (২২) অবশেষে গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) দুপুর ২টার দিকে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে জেলার সাপাহার উপজেলার দিবর দিয়ারা পাড়া এলাকা থেকে আটক করে।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকেই তারা জঙ্গি, সন্ত্রাসী, মাদক কারবারি, অস্ত্রধারী ও ধর্ষণসহ সকল ধরনের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় র‌্যাবের একটি দল এজাহারভুক্ত ও পলাতক আসামি অকিলকে খুঁজে বের করতে বিভিন্ন স্থানে অভিযান চালায়। শেষ পর্যন্ত মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতারে সক্ষম হয় তারা।

ঘটনার সূত্রপাত গত ১০ এপ্রিল। ওই দিন মানসিক প্রতিবন্ধী তরুণীর মা টের পান, মেয়ের মাসিক বন্ধ রয়েছে প্রায় তিন মাস ধরে। পরে তাকে নিয়ে যাওয়া হয় সাপাহারস্থ দি পপুলার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। পরীক্ষা করে জানা যায়, ভিকটিম তিন মাসের বেশি সময় ধরে গর্ভবতী।

এ ঘটনায় হতবাক পরিবারের সদস্যরা মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, গত বছরের ১৫ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে কোনো একদিন প্রতিবেশী অকিলের বাড়িতে তার মায়ের সঙ্গে দেখা করতে গেলে, বাড়িতে কেউ না থাকার সুযোগে অকিল তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় ভিকটিমের বাবা মো. নজরুল ইসলাম বাদী হয়ে সাপাহার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করেন (মামলা নম্বর-১৫, তারিখ: ১৪/০৪/২০২৫)। মামলার পর থেকেই মূল অভিযুক্ত অকিল পলাতক ছিল।

মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-৫ এর সহায়তা চাওয়ার পর দ্রুত তৎপর হয় র‌্যাব। এরপরই মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করে আইনগত প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন