গোমস্তাপুরে মানসিক ভারসাম্যহীন গৃহবধূর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তাজরীন আক্তার সখিনা (৩৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

বুধবার (২৫ জুন) সন্ধ্যার দিকে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বালুগ্রাম চাইপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সখিনা ওই গ্রামের মো. শফিকুল ইসলাম জমাদারের স্ত্রী।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, পরিবারিক সূত্রে জানা যায়, তাজরীন আক্তার দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় হঠাৎ তার মাথায় তীব্র ব্যথা শুরু হলে পরিবারের সদস্যদের অজান্তে তিনি নিজ ঘরের তীরের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

পরে তার মেয়ে তানজিলা খাতুন দরজা ধাক্কা দিয়ে খুলে দেখতে পান, মা ফাঁসিতে ঝুলছেন এবং ছটফট করছেন। তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে এসে তাকে দ্রুত নিচে নামিয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

পরে গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। তবে ময়নাতদন্তের জন্য মরদেহ নেওয়ার সময় পরিবারের লোকজন ও এলাকাবাসীরা বাধা দিলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে রাত আনুমানিক ২টার দিকে পরিবার মরদেহ থানায় হস্তান্তর করে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি ওয়াদুদ আলম জানান, এ ঘটনায় গোমস্তাপুর থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন