ইরান-ইসরাইল সংঘাতে না জড়াতে হিজবুল্লাহকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ইসরাইলের সাথে চলমান সংঘাতে প্রধান মিত্র ইরানের সাথে যোগ না দিতে হিজবুল্লাহকে সতর্ক করেন সিরিয়ার জন্য মার্কিন বিশেষ দূত টম ব্যারাক।
সিরিয়ার পাশাপাশি তুরস্কেও নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্যারাক তার প্রথম বৈরুত সফরে এসেছেন। যেখানে তিনি হিজবুল্লাহর মিত্র সংসদের স্পিকার নাবিহ বেরিসহ লেবাননের শীর্ষ কর্মকর্তাদের সাথে দেখা করেছেন।
ইরান- ইসরাইল সংঘাতে হিজবুল্লাহর যেকোনো সম্পৃক্ততার বিষয়ে মার্কিন অবস্থান কী হবে এমন প্রশ্ন করা হয় রাষ্ট্রদূত ব্যারাককে। জবাবে তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে বলতে পারি, ‘এটি হবে খুবই, খুবই, খুবই খারাপ সিদ্ধান্ত।’
শুক্রবার ইরানের ওপর ইসরাইলের হামলার পর তেল আবিবের নিন্দা জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে, তেহরানের সমর্থনে এই সংঘাতে হস্তক্ষেপ করার ইচ্ছা প্রকাশ করেনি দলটি।
গত বছর ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে হিজবুল্লাহর ব্যাপক ক্ষতি হয়, যা নভেম্বরে একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে শেষ হয়। যুদ্ধটি এই গোষ্ঠীটিকে ব্যাপকভাবে দুর্বল করে দেয়, কারণ ইসরাইলের হামলায় হিজবুল্লাহর বেশ কয়েকজন শীর্ষনেতা নিহত হন।
এদিকে, ইরান-ইসরাইল যুদ্ধের প্রতিক্রিয়া জানিয়ে লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে বলেছে যে, দেশটিকে যেকোনো সংঘাতে জড়িত হতে না দেয়ার জন্য তারা যোগাযোগ অব্যাহত রাখছে।
সূত্র: দ্য টাইমস অফ ইসরাইল
একটি মন্তব্য পোস্ট করুন