নারীকে লাথিমারা বহিষ্কৃত সেই জামায়াতকর্মীর জামিন

চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে এক নারীকে লাথি মেরে আলোচনায় আসা বহিষ্কৃত জামায়াতকর্মী আকাশ চৌধুরীর জামিন মঞ্জুর করেছে আদালত। বুধবার (৪ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক তার জামিন আবেদন অনুমোদন করেন।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, জামিন আবেদনের শুনানি শেষে আদালত তাকে জামিন দেন। এর আগে রবিবার নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

ঘটনার সূত্রপাত হয় গত ২৮ মে, যখন যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পাওয়ার প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্রজোট একটি কর্মসূচি ঘোষণা করে। একই সময় ‘এন্টি শাহবাগ মুভমেন্ট’ নামে আরেকটি সংগঠন সেখানে মিছিল নিয়ে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করে।

গণতান্ত্রিক ছাত্রজোট অভিযোগ করে, এন্টি শাহবাগ মুভমেন্টের কর্মীরা তাদের ওপর হামলা চালায়, যাতে অন্তত ১৫ জন আহত হয়। ঘটনাস্থল থেকে এক ছাত্রসহ দুইজনকে আটক করে পুলিশ। পরে কোতোয়ালী থানায় পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা করে, যার আসামি হিসেবে আকাশ চৌধুরীকেও গ্রেপ্তার দেখানো হয়।

এ ঘটনায় ১৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায়, প্রেস ক্লাব সংলগ্ন চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির সামনে আশ্রয় নেওয়া গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীদের পেছন থেকে আকাশ চৌধুরী এসে একজন নারীকে পেছন থেকে লাথি মারেন। পরে আরেক নারীকেও একইভাবে লাথি মারতে দেখা যায়। ভিডিওতে একজন পুলিশ সদস্যও উপস্থিত ছিলেন, তবে তিনি বাধা দেননি।

ঘটনার প্রবল সমালোচনার মুখে চট্টগ্রাম মহানগর জামায়াত ৩০ মে এক বিবৃতিতে জানায়, আকাশ চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এরপর ২ জুন তাকে গ্রেপ্তার করে পুলিশ, তবে এখন তিনি জামিনে মুক্ত।

Post a Comment

নবীনতর পূর্বতন