গাইবান্ধায় প্রায় আড়াই হাজার সিম কার্ডসহ দুই হ্যাকার আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইল ব্যাংকিং জালিয়াতির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ হ্যাকার চক্রের দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। অভিযানে তাদের কাছ থেকে ২ হাজার ৩৭৪টি সিম কার্ড, মোবাইল ডিভাইস ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

সেনাবাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১১ জুন) ভোররাতে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংহা গ্রামে অভিযান চালানো হয়। রাত ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত চলা এই অভিযানে স্থানীয় দুই ব্যক্তি—মামুন মিয়া (৩৭) ও ওয়াহেদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনেই উত্তর সিংহা গ্রামের বাসিন্দা।

অভিযানে তাদের বাড়ি থেকে বিভিন্ন মোবাইল অপারেটরের সিম কার্ডসহ চারটি রেজিস্টার বই, একটি ল্যাপটপ, সাতটি মোবাইল সেট এবং নগদ ছয় লাখ টাকা জব্দ করা হয়। জব্দকৃত সিম কার্ডগুলো বিকাশ ও নগদে প্রতারণামূলক লেনদেনে ব্যবহৃত হতো বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

গাইবান্ধা সেনাক্যাম্পের কর্মকর্তারা জানান, এই চক্র দীর্ঘদিন ধরে সরকারি ভাতা সুবিধাভোগীদের—যেমন বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীদের মোবাইল নম্বর হ্যাক করে অর্থ আত্মসাৎ করছিল।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গোবিন্দগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন