ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরই একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ বিপর্যয় ঘটেছে। দুর্ঘটনায় বিমানে থাকা ২৪২ আরোহীর সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়া বিমানটি উড্ডয়নের পরপরই দুর্ঘটনায় পড়ে। নিহতদের মধ্যে ২৩২ জন ছিলেন সাধারণ যাত্রী এবং বাকি ১০ জন ছিলেন বিমানটির ক্রু সদস্য।
বিমানটিতে ১৬৯ জন ভারতীয় নাগরিক ছাড়াও ছিলেন ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ ও ১ জন কানাডিয়ান নাগরিক। হতাহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা ভারতজুড়ে। উদ্ধার তৎপরতা এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিস্তারিত আসছে...
একটি মন্তব্য পোস্ট করুন