পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে ট্রেনে ফিরতি যাত্রায় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরার জন্য যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
রোববার (৮ জুন) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে কোভিড-১৯ সংক্রমণের হার বাড়তে থাকায় জনসমাগমপূর্ণ পরিবেশে স্বাস্থ্যবিধি অনুসরণের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিশেষভাবে বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
এই প্রেক্ষাপটে ঈদ পরবর্তী ট্রেন যাত্রার সময় যাত্রীদের সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
অন্যদিকে, ঈদের দিনে একদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে রাজধানীর মেট্রোরেল সেবা। রোববার সকাল সাড়ে ৮টা থেকে নগরবাসী মেট্রোরেল ব্যবহারের সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএল জানায়, মেট্রোরেলে যাত্রার সময় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ঈদের পর যাত্রীদের কাঁচা বা রান্না করা মাংস ও কোরবানির পশুর চামড়া বহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এসব নিষিদ্ধ সামগ্রী নিয়ে কেউ স্টেশনে প্রবেশের চেষ্টা করলে, তাকে প্রবেশ করতে দেওয়া হবে না। এজন্য প্রতিটি স্টেশনের প্রবেশপথে বাড়ানো হয়েছে তল্লাশি কার্যক্রম।
এছাড়া আগামী সোমবার (৯ জুন) থেকে মেট্রোরেল সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে ডিএমটিসিএল।
একটি মন্তব্য পোস্ট করুন