আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়ের বলেছেন, নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস একজন ৮৪ বছর বয়সী সম্মানিত ও শ্রদ্ধেয় ব্যক্তি, যার অর্জন ব্যক্তিগত যোগ্যতা ও পরিশ্রমের ফল। শুক্রবার (২৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
জুলকার নাইন সায়ের দাবি করেন, দীর্ঘ সময় ধরে বিশ্বব্যাপী স্বীকৃত এই ব্যক্তিত্ব তেমন কোনো জটিলতার সম্মুখীন হননি, তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি এক ধরনের ষড়যন্ত্রমূলক বলয়ের মাঝে পড়েছেন।
সায়ের বলেন, “এই ষড়যন্ত্রমূলক বলয় গঠিত হয়েছে মাত্র কয়েকজন উচ্চাভিলাষী ও চিহ্নিত ব্যক্তিকে ঘিরে। এদের একজন হচ্ছেন নূরুল ইসলাম ভূঁইয়া ছোটন। এই গোষ্ঠী সেনাবাহিনীর নেতৃত্ব, বিএনপি এবং জামায়াতের বিরুদ্ধে ক্রমাগত নেতিবাচক প্রচারণা চালিয়ে যাচ্ছে।”
তিনি আরও অভিযোগ করেন, এই চক্র দেশের রাজনৈতিক ভারসাম্য নষ্ট করে সামরিক বাহিনীর অভ্যন্তরে বিভাজন তৈরি করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছে।
সায়ের উল্লেখ করেন, “যেভাবে শেখ হাসিনার সময় গুম, খুন ও নির্যাতনের মাধ্যমে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল, তেমনি এই ছোটন গোষ্ঠীও এখন একই ধরনের আতঙ্কের বলয় গড়ে তুলছে।”
তিনি সকল রাজনৈতিক দল ও সিভিল সোসাইটির প্রতি আহ্বান জানান, যেন তারা সম্মিলিতভাবে এই বিষাক্ত বলয়ের বিরুদ্ধে সোচ্চার হয় এবং প্রফেসর ইউনূসকে দায়িত্বপূর্ণভাবে কাজ শেষ করে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের উপযুক্ত পরিবেশ তৈরি করতে সহায়তা করে।
পোস্টের শেষাংশে তিনি দেশের নিরাপত্তা বাহিনীর প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন, “আপনার দেশের সশস্ত্র বাহিনী সবসময় জনগণের নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।”
একটি মন্তব্য পোস্ট করুন