শুধুমাত্র ক্যামেরার সামনেই আপনার রক্তগরম’ বলে মোদিকে খোঁচা দিলেন রাহুল গান্ধী

ভারত-পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনাকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। এই ইস্যুতে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন কংগ্রেস নেতা ও লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

প্রধানমন্ত্রীর একটি বিতর্কিত বক্তব্য— "আমার শিরায় সিঁদুর টগবগ করে ফুটছে"— এর প্রতিক্রিয়ায় রাহুল তাকে উদ্দেশ করে প্রশ্ন ছুড়েছেন, “আপনার রক্ত কি শুধু ক্যামেরার সামনেই গরম হয়?”

বৃহস্পতিবার এক্স (পূর্বে টুইটার)-এ পোস্ট করে রাহুল গান্ধী অভিযোগ করেন, সাম্প্রতিক 'অপারেশন সিন্ধু' চলাকালে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিয়ে বরং সেখান থেকে সরে এসে মোদি ভারতের গৌরব বিসর্জন দিয়েছেন।

পোস্টে তিনি আরও লেখেন, “মোদিজি, ফাঁকা বুলি না ঝেড়ে বরং বলুন— কেন আপনি পাকিস্তানের আশ্বাসে বিশ্বাস করলেন? কেন ডোনাল্ড ট্রাম্পের কথায় মাথা নত করে ভারতের স্বার্থ বিসর্জন দিলেন? কেন আপনার রক্ত শুধু ক্যামেরার সামনেই টগবগ করে?”

সঙ্গে একটি ভিডিও ক্লিপও পোস্ট করেন তিনি, যেখানে প্রধানমন্ত্রী মোদিকে বলতে শোনা যায়, পাকিস্তান প্রতিশ্রুতি দিয়েছে যে তারা সন্ত্রাসবাদে সমর্থন দেবে না বা সামরিক আগ্রাসনে জড়াবে না— আর ভারত সেই প্রতিশ্রুতি মেনে নিয়েছে।

মোদি আরও দাবি করেন, গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে হামলার জবাব ভারত মাত্র ২২ মিনিটেই দিয়ে দিয়েছে।

রাহুল গান্ধীর এই সমালোচনার সুরে সুর মিলিয়ে কংগ্রেসের আরেক জ্যেষ্ঠ নেতা জয়রাম রমেশও বলেন, “মোদি কেবলই ফিল্মি স্টাইলে বুলি ছোড়েন, বাস্তব পদক্ষেপে তার ঘাটতি রয়েছে।”

বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান ইস্যু যে ভারতের নির্বাচনী রাজনীতিতে বড় এক বিতর্কে পরিণত হয়েছে, তা এই নেতাদের বক্তব্যেই স্পষ্ট।

সংক্ষেপে মূল পয়েন্ট:

মোদির "সিঁদুর ফুটছে" বক্তব্যে রাহুলের কড়া জবাব

অপারেশন সিন্ধুতে পাকিস্তানের বিরুদ্ধে দুর্বল পদক্ষেপের অভিযোগ

“ফাঁকা বুলি” বলেও কটাক্ষ

জয়রাম রমেশেরও মোদিকে ফিল্মি মন্তব্যের অভিযোগ

রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে পাকিস্তান ইস্যুকে ঘিরে

Post a Comment

নবীনতর পূর্বতন