ট্রাম্পের মুখে মধু, অন্তরে বিষ- খামেনির ক ড়া সমালোচনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর ও ইরানবিষয়ক মন্তব্যকে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি ট্রাম্পের বক্তব্যকে "মিথ্যা ও ভণ্ডামিপূর্ণ" বলে আখ্যা দিয়েছেন।

তেহরানের এক মসজিদে দেওয়া শুক্রবারের (১৬ মে) বক্তব্যে খামেনি বলেন, "ট্রাম্প মুখে শান্তির কথা বললেও তার দেশই ইসরায়েলকে এমন বোমা সরবরাহ করছে, যা গাজার শিশুদের হত্যায় ব্যবহৃত হচ্ছে। তার মুখে যেন মধু, অথচ অন্তরে বিষ লুকানো।"

খামেনি আরও বলেন, ট্রাম্পের বক্তব্যের জবাব দেওয়ারও প্রয়োজন নেই, কারণ এমন মন্তব্য নিজেই বক্তার জন্য লজ্জাজনক।

এর আগে সংযুক্ত আরব আমিরাত সফর শেষে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছিলেন, “ইরানকে আমাদের প্রস্তাব দ্রুত মেনে নেওয়া উচিত, অন্যথায় পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে।”

এই হুমকির পাল্টা জবাবে খামেনি ইসরায়েলকে আঞ্চলিক অস্থিরতার মূল উৎস বলে উল্লেখ করেন। তিনি বলেন, “ইসরায়েল হলো ক্যানসারের মতো একটি বিপজ্জনক অস্তিত্ব, যা একদিন নিশ্চিহ্ন হবে, ইনশাআল্লাহ।”

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও ট্রাম্পের শান্তির আহ্বানকে ভণ্ডামি বলে মন্তব্য করেন। তিনি বলেন, “একদিকে শান্তির কথা, অন্যদিকে গণহত্যার অস্ত্র নিয়ে হুমকি— আমরা কোনটিকে সত্যি ধরব? ইরান আলোচনায় প্রস্তুত, তবে ভয় দেখিয়ে কিছু আদায় করা যাবে না।”

পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, “আমরা যুদ্ধ চাই না, তবে আমাদের সার্বভৌম অধিকার থেকে একচুলও সরে দাঁড়াব না। ইরানকে অস্থিতিশীলতার উৎস বলা অন্যায্য এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”

এদিকে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, তেহরানকে একটি পারমাণবিক প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে স্পষ্ট করেন, তারা এমন কোনো প্রস্তাব পাননি।

আরাগচি বলেন, “আমরা শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ছাড়তে পারি না। ওয়াশিংটন বারবার তাদের অবস্থান পরিবর্তন করছে এবং নতুন নতুন শর্ত আরোপ করে আলোচনার অগ্রগতি বিলম্বিত করছে— যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”

উল্লেখ্য, ওমানে সম্প্রতি ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনার চতুর্থ দফা অনুষ্ঠিত হয়েছে। তবে এখনো পরবর্তী বৈঠকের তারিখ নির্ধারিত হয়নি। দুই পক্ষের মধ্যে পারস্পরিক অনাস্থা ও মতপার্থক্য আরও প্রকট হয়ে উঠছে বলেই ধারণা করা হচ্ছে।

Post a Comment

নবীনতর পূর্বতন