কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক হামলার জবাব মাত্র ২২ মিনিটেই দিয়েছে ভারত—এমনটাই দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে তিনি বলেন, “রক্ত নয়, আমার শিরায় টগবগ করে ফুটছে সিঁদুর।”
বৃহস্পতিবার (২২ মে) রাজস্থানের বিকানেরে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় এসব মন্তব্য করেন মোদি। ভারতের গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, “যারা ভারতের মা-বোনদের সিঁথির সিঁদুর মুছে ফেলার চেষ্টা করেছিল, তাদের মোক্ষম জবাব দেওয়া হয়েছে। ২২ এপ্রিলের হামলার ঠিক ২২ মিনিটের মধ্যেই ৯টি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করা হয়।”
অপারেশন সিঁদুরের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, “কাশ্মিরের পেহেলগামে গুলির ঘটনা শুধু সীমান্তে নয়, আঘাত করেছে ভারতের ১৪০ কোটি মানুষের হৃদয়ে। আর ভারত আঘাত করেছে সন্ত্রাসের কেন্দ্রে। আজ ভারত সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে একতাবদ্ধ, সরকার সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে এবং ভারতীয় বাহিনী জবাব দিয়েছে দৃঢ় হাতে।”
এই জনসভা থেকে ভার্চুয়ালি ১০৩টি ‘অমৃত ভারত স্টেশন’-এর উদ্বোধন করেন মোদি। আধুনিকীকরণ প্রক্রিয়ায় নির্মিত এসব রেলস্টেশনে ভারতের বিভিন্ন রাজ্যের শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্যের ছাপ রাখা হয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, পেহেলগাম হামলার পর এটি মোদির প্রথম জনসভা। এর আগে ২০১৯ সালে বালাকোটে বিমান হামলার পরও তার প্রথম জনসভা হয়েছিল রাজস্থান সীমান্তেই। এবারও সেই ধারাবাহিকতায় ‘অপারেশন সিঁদুর’-এর পর একই রাজ্যে প্রথম জনসভা করলেন ভারতের প্রধানমন্ত্রী।
---
SEO ফ্রেন্ডলি কিওয়ার্ড: নরেন্দ্র মোদি, অপারেশন সিঁদুর, পেহেলগাম হামলা, ভারত-পাকিস্তান সীমান্ত, বিকানের জনসভা, সন্ত্রাসবিরোধী লড়াই, অমৃত ভারত স্টেশন।
একটি মন্তব্য পোস্ট করুন