‘নিন্দিত হয়ে বিদায় নিয়েন না’, ড. ইউনুসের উদ্দেশ্যে গয়েশ্বর

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “চালাকি কেউ বুঝে না, এমন ভাববেন না। সম্মান নিয়ে বিদায় নেওয়ার সুযোগ আছে, সেটাই গ্রহণ করুন। জনগণের অধিকার ফিরিয়ে দিন।”

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে বিএনপির খুলনা বিভাগীয় সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং সঞ্চালনা করেন সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করুন। একবার বলেন ডিসেম্বরে, আবার বলেন জুনে নির্বাচন—এভাবে জনগণকে বিভ্রান্ত করবেন না। পরিষ্কার করে জানান কবে হবে নির্বাচন।”

জাতীয় নাগরিক পার্টি–এনসিপির নেতাদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “বাস্তবতা বিবেচনা করুন, বিবেক দিয়ে বিশ্লেষণ করুন। জনগণের চিন্তা-ভাবনা বুঝতে চেষ্টা করুন। নিজের ভুলের দায় অন্য রাজনৈতিক দলের ওপর চাপিয়ে দেওয়া ঠিক নয়।”

সরকারপ্রধান শেখ হাসিনার প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন, “শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে প্রমাণ করেছেন—শেখ পরিবার পালাতে পারে, জিয়ার পরিবার নয়।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “ষড়যন্ত্রের ধরন বদলেছে। এক সময় লড়াই ছিল দৃশ্যমান শত্রুর বিরুদ্ধে, এখন লড়াই করতে হচ্ছে অদৃশ্য শক্তির বিরুদ্ধে। তাই সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।”

অনুষ্ঠানে খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সদস্যপদ নবায়নের পাশাপাশি নতুন পাঁচজনকে প্রাথমিক সদস্য পদ প্রদান করেন গয়েশ্বর। এতে খুলনা বিভাগের ১০ জেলার নেতাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Post a Comment

নবীনতর পূর্বতন