প্রস্তুতি ছাড়া দেশের দায়িত্ব নিতে গেলে শিক্ষার্থীরা ভুল করবে: মঈন খান

শিক্ষার্থীদের শুধু শিক্ষাজীবন শেষ করলেই চলবে না, দেশ ও জাতির প্রতি দায়িত্ব পালনের জন্য তাদের মানসিক ও বাস্তব প্রস্তুতিও থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বুধবার (২১ মে) জাতীয় প্রেসক্লাবে ‘বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, “প্রস্তুতি ছাড়া দায়িত্ব কাঁধে নিলে ভুল সিদ্ধান্ত আসবেই। তরুণ প্রজন্মকে এখন থেকেই সচেতন হতে হবে, যেন তারা আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় সঠিক ভূমিকা রাখতে পারে।”

আলোচনায় তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় এলে স্বৈরতন্ত্র কায়েম করবে—এ ধরনের গুজব জনগণ আর বিশ্বাস করে না। এসব বিভ্রান্তিকর প্রচারণার জবাব আমরা শক্তভাবে দেব।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি অন্তর্বর্তীকালীন সরকার জনগণের বিরুদ্ধে কাজ করে, তাহলে ইতিহাস তাদের ক্ষমা করবে না।” সেই সঙ্গে দ্রুত একটি অংশগ্রহণমূলক গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদপত্রের স্বাধীনতার বিষয়ে ড. মঈন খান বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সংবাদমাধ্যমকে স্বাধীন হতে দিতে হবে। আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “দেশে যে পরিবর্তনের বাতাস বইছে, তার মূল কেন্দ্রবিন্দু হওয়া উচিত সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতা। তা না হলে সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে।”

Post a Comment

নবীনতর পূর্বতন