ইসরাইলি হামলায় গাজায় চিকিৎসকের ১০ সন্তানের ৯ জনই নিহত

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে একটি পরিবারের ওপর ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইল। হামলার লক্ষ্য ছিল এক চিকিৎসকের বাড়ি। এ ঘটনায় ওই চিকিৎসকের ১০ সন্তানের মধ্যে নয়জনই প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় নাসের হাসপাতাল।

ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসি শনিবার (২৪ মে) এক প্রতিবেদনে এই মর্মান্তিক ঘটনার খবর প্রকাশ করে।

নাসের হাসপাতালের বরাতে জানানো হয়, চিকিৎসক আলা আল-নাজ্জারের এক সন্তান এবং তার স্বামী গুরুতর আহত হলেও বেঁচে গেছেন। সেখানে কর্মরত ব্রিটিশ সার্জন গ্রেইম গ্রুম জানান, তিনি আল-নাজ্জারের ১১ বছর বয়সী একমাত্র জীবিত সন্তানের অস্ত্রোপচার করেছেন।

হামলার পর হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক ডা. মুনির আলবোর্শ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায়—শুক্রবারের হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে পোড়া শিশুদের মৃতদেহ উদ্ধার করা হচ্ছে। বিবিসি ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে।

ডা. আলবোর্শ বলেন, আলা আল-নাজ্জারের স্বামী হামদি, স্ত্রীকে হাসপাতালে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার কয়েক মিনিটের মধ্যেই বাড়িটি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইল। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাটিকে তিনি “ডা. আলা আল-নাজ্জারের জন্য অকল্পনীয় এক ট্র্যাজেডি” হিসেবে বর্ণনা করেন।

প্রথমে নাসের হাসপাতাল তাদের ফেসবুক পেজে আট শিশুর মৃত্যুর কথা জানালেও পরে সেই সংখ্যা বাড়িয়ে নয়জনে উন্নীত করা হয়। জানা গেছে, নিহতদের মধ্যে সবচেয়ে বড় সন্তানের বয়স মাত্র ১২ বছর।

এদিকে, হামাস-নিয়ন্ত্রিত বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার গাজায় চালানো ইসরাইলি বিমান হামলায় অন্তত ৭০ জনের বেশি নিহত হয়েছেন। শনিবার পর্যন্ত আরও ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Post a Comment

নবীনতর পূর্বতন