ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক পাকিস্তানি নাগরিক প্রাণ হারিয়েছেন। বিএসএফের দাবি, বারবার সতর্ক করার পরও ওই ব্যক্তি থামেননি, ফলে আত্মরক্ষার্থে বাহিনীকে গুলি চালাতে হয়।
বিএসএফ জানায়, শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় গুজরাটের বানাসকাঁঠা জেলার আন্তর্জাতিক সীমান্তে এক ‘সন্দেহভাজন ব্যক্তি’ সীমান্ত বেষ্টনীর দিকে এগিয়ে আসছিলেন। কর্তব্যরত জওয়ানরা তাকে থামার নির্দেশ দেন, তবে তিনি তা অমান্য করে এগিয়ে যেতে থাকেন। এরপর বাহিনী গুলি চালায় এবং ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন।
বাহিনীর পক্ষ থেকে প্রকাশিত ছবিতে নিহত ব্যক্তিকে বয়সে প্রৌঢ় বলে মনে হয়েছে, কারণ তার চুলে পাকা ভাব দেখা গেছে। এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় এমন সময় উত্তেজনা তৈরি হলো, যখন ২২ এপ্রিল ভারত-শাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার পর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে। নয়াদিল্লি ওই হামলাকে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় বেসামরিক হামলা হিসেবে অভিহিত করে এর জন্য পাকিস্তান-সমর্থিত জঙ্গিদের দায়ী করেছে। যদিও ইসলামাবাদ এ অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে।
বিশ্লেষকরা মনে করছেন, সীমান্তে এমন ঘটনার ফলে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে।
একটি মন্তব্য পোস্ট করুন