আজকে আসিফের ছবিতে জুতার মালা নয়, জুলাই বিপ্লবের মুখেই ওরা জুতার মালা দিচ্ছে: মশিউর

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে বলেন, "১৬ বছরে শেখ হাসিনার একটি গায়েও আঁচড় কাটতে না পারলেও, আজকে কিছু আসিফ মাহমুদের অবদানে অনেক কিছুই সম্ভব হচ্ছে। আজ শুধু আসিফের ছবিতে নয়, পুরো 'জুলাই বিপ্লবের' মুখেই জনগণ জুতার মালা দিচ্ছে।"

সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে ইশরাক হোসেনকে বসানোর দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় তার অনুসারীরা। বিক্ষোভকারীরা ডিএসসিসির উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করে তার ছবিতে জুতার মালা পরিয়ে প্রতীকী প্রতিবাদ জানান।

এই আন্দোলন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। অনেকেই মনে করছেন, দলের অভ্যন্তরীণ সংকট ও নেতৃত্বের দ্বন্দ্বই এর পেছনে বড় কারণ।

Post a Comment

নবীনতর পূর্বতন