জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, দেশে আবারো এক-এগারোর মতো রাজনৈতিক ষড়যন্ত্রের আলামত দেখা যাচ্ছে। শুক্রবার (২৩ মে) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন এবং দাবি করেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে দিল্লীর মদদে দেশে অস্থিরতা তৈরির নীলনকশা তৈরি হচ্ছে।
নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশের রাজনীতিকে স্বাধীন ও সার্বভৌম পথে পরিচালনা করাই আমাদের মূল লক্ষ্য। কিন্তু একাধিকবার আমাদের জাতীয় ঐক্য ভাঙার চেষ্টা করা হয়েছে। এখন আবারও দেশকে অস্থিতিশীল করতে ও গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করতে আরেকটি এক-এগারোর আয়োজন চলছে।’
তিনি সরকারকে ঘোষিত সময়সীমার মধ্যেই নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে বলেন, ‘সংবিধান অনুযায়ী, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিশ্চিত করা এখন সময়ের দাবি।’
নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, ‘ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক, ধর্মপ্রাণ ছাত্র-জনতা এবং বাংলাদেশপন্থী সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশপ্রেমিক সেনাবাহিনী ও সৈনিকদের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকতে হবে।’
ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে তিনি বলেন, ‘জনগণের কাছে সংস্কার, বিচার ও ভোটাধিকার সংরক্ষণের যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, তা রক্ষায় তাকে দায়িত্ব নিয়ে রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে হবে।’
শেষে তিনি জানান, ‘ঘোষিত সময়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে এবং নির্বাচনের আগে মৌলিক সংস্কার ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে নতুন সংবিধানের জন্য গণপরিষদ ও আইনসভার নির্বাচন একসাথে অনুষ্ঠিত হওয়া জরুরি।’
একটি মন্তব্য পোস্ট করুন