আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা উপলক্ষে আজ (১২ মে) রাজধানীর শাহবাগে আয়োজিত হচ্ছে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা ও খিচুড়ি পরিবেশন অনুষ্ঠান। সন্ধ্যা ৬টা থেকে এই আয়োজন শুরু হবে বলে জানা গেছে।
জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স (জেআরএ) রোববার (১১ মে) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক ঘোষণার মাধ্যমে এই কর্মসূচির তথ্য জানায়।
এর আগে শনিবার রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, দলটির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বিচার প্রক্রিয়া শুরু হবে। সেইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সকল কার্যক্রম স্থগিত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন