গাজার ভিডিও নিজেদের হামলা বলে প্রচার! ভুয়া খবর প্রচারে ভারত মিডিয়া

ভারত-পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে যাচাই-বাছাই না করে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করায় ভারতীয় গণমাধ্যমের ওপর কঠোর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস।

পত্রিকাটির এক অনুসন্ধানী প্রতিবেদনে অভিযোগ করা হয়, ভারতের বেশ কিছু প্রধান সংবাদমাধ্যম পুরনো যুদ্ধের ফুটেজকে নতুন করে উপস্থাপন করছে। বিশেষ করে, গাজা উপত্যকায় পূর্বের বোমা হামলার কিছু ভিডিওকে পাকিস্তানের সাম্প্রতিক হামলার দৃশ্য হিসেবে প্রচার করা হয়েছে। অথচ এসব ভিডিওর সঠিক উৎস বা প্রমাণ হাজির করা হয়নি।

প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, খ্যাতনামা ভারতীয় সাংবাদিক রাজদীপ সরাসরি স্বীকার করেছেন, পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার যে খবর ছড়ানো হয়েছিল তা ছিল ভিত্তিহীন এবং গুজবনির্ভর।

এছাড়া, ভারত সরকার বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি জোরদার করেছে বলেও উঠে এসেছে প্রতিবেদনে। বলা হয়েছে, অন্তত ৮ হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, যার বড় একটি অংশ পাকিস্তানি নাগরিকদের মালিকানাধীন। বিশ্লেষকরা মনে করছেন, সরকারের এই পদক্ষেপ গণতান্ত্রিক স্বচ্ছতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

প্রতিবেদনের উপসংহারে বলা হয়, সংবাদমাধ্যমের এমন দায়িত্বহীন আচরণ ও সরকারের কণ্ঠরোধমূলক নীতির কারণে আন্তর্জাতিক পরিসরে ভারতের গণতন্ত্র নিয়ে উদ্বেগ বাড়ছে।

Post a Comment

নবীনতর পূর্বতন