গাজায় যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েলকে যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডার হুমকি

টানা যুদ্ধের চাপ ও মানসিক ক্লান্তির কারণে গাজায় নতুন করে মোতায়েনের আদেশ প্রত্যাখ্যান করায় ইসরায়েলি সেনাবাহিনীর তিন সদস্যকে স্থগিত কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশটির অন্যতম প্রভাবশালী সংবাদমাধ্যম ইয়েদিয়োথ আহরোনোথ এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নাহাল ব্রিগেডের ৫০তম ব্যাটালিয়নের ১১ জন সেনা গাজা সীমান্তে টানা ১৫ মাসের যুদ্ধ ও পশ্চিম তীরে অতিরিক্ত ৩ মাসের দায়িত্ব পালনের পর পুনরায় গাজায় পাঠানোর আদেশে সাড়া দিতে অস্বীকৃতি জানান। তারা অতিরিক্ত শারীরিক ক্লান্তি এবং মানসিক অবসাদের কারণ দেখিয়ে ওই সিদ্ধান্ত নেন।

তবে পরবর্তীতে ওই ১১ জনের মধ্যে ৮ জন সেনা আদেশ মেনে দায়িত্ব পালনে রাজি হন। বাকি ৩ জন নিজেদের অবস্থান বদলাননি, ফলে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় এবং স্থগিত কারাদণ্ড দেওয়া হয়।

বিশ্লেষকদের মতে, এ ঘটনা শুধু সেনাবাহিনীর অভ্যন্তরীণ চাপে নয়, বরং চলমান সংঘাতের দীর্ঘস্থায়ী মানসিক প্রভাবের প্রতিফলন। ক্রমাগত যুদ্ধ ও দায়িত্ব পালনের ফলে ইসরায়েলি সেনাদের শারীরিক এবং মানসিক সক্ষমতা নিয়ে উচ্চপদস্থ মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা

Post a Comment

নবীনতর পূর্বতন